প্রায় তিন মাস ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা
প্রায় তিন মাস ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা

গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে ‘পুনর্বাসন পরিকল্পনার’ সমালোচনায় জাপান

ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের অন্য দেশে পুনর্বাসন নিয়ে ইসরায়েলের মন্ত্রীরা যেসব বক্তব্য দিচ্ছেন, তার কঠোর সমালোচনা করেছে জাপান। দেশটির সরকার বলেছে, গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অবজ্ঞা।  

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মধ্যে গাজার ফিলিস্তিনিদের নিয়ে ‘উদ্ভট’ মন্তব্য করছেন ইসরায়েলি রাজনীতিকরা। ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডের বাইরে এমনকি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ কঙ্গোয় পাঠিয়ে দেওয়ার কথাও বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। বিষয়টি নজরে আসার পরই ইসরায়েলি মন্ত্রীদের এসব মন্তব্যের কঠোর সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে জাপান সরকার।

শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোবাইয়াশি মাকি এ বিবৃতি দেন। তাতে বলা হয়, ‘ফিলিস্তিনিদের গাজার বাইরে পুনর্বাসন করা এবং গাজায় ইহুদি বসতি গড়ে তোলার সমর্থনে ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর করা মন্তব্যে গভীর উদ্বেগ জানাচ্ছে জাপান। ফিলিস্তিদের পুনর্বাসনে এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের গ্রহণযোগ্যতার প্রতি অবজ্ঞা প্রদর্শন।’

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এ ধরনের উসকানিমূলক মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন। এই ধরনের মন্তব্য এবং এ–জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে জাপান।