সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহত অনন্ত চারজন। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বাস ও ভারী যানের (লোডার) মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহরে একটি ব্যক্তিগতভাবে ভাড়া করা বাস ও একটি ভারী যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। বাসের আরোহীরা সবাই ওমরাহযাত্রী ছিলেন। তাঁরা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক।
আহত চারজনকে আল হামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।