সীমান্তে কিরগিজ-তাজিকদের ব্যাপক সংঘর্ষ, নিহত বেড়ে ৩১

কিরগিজস্তানের সেনা
ফাইল ছবি: এএফপি

সীমান্তে পানি সরবরাহব্যবস্থা স্থাপন নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বিতর্কিত সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মধ্য এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের সেনারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রাতে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং দেশটির সেনাসদস্যদের সরিয়ে আনা হয়।

আজ শুক্রবার কিরগিজস্তানের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নবিষয়ক ফার্স্ট ডেপুটি মিনিস্টার আলিজা সলটনবেকোভা জানান, এ সংঘর্ষে দেশটির ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। হতাহত ব্যক্তিরা সেনাসদস্য, নাকি বেসামরিক লোকজন, তা জানানো হয়নি।

এদিকে কিরগিজস্তানের পক্ষে হতাহতের বিষয়ে জানা গেলেও তাজিক পক্ষে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তাজিকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে তাদের ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯০ জন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা পাওয়া প্রতিবেশী দেশ দুটির সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয় বাতকেন অঞ্চলে এক জলাশয়ে পর্যবেক্ষণ ক্যামেরা বসানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। বাতকেনের গভর্নর জানান, উভয় সীমান্তে বসানো ক্যামেরা সরাতে রাজি হয়েছিল দুই পক্ষ। পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে তাজিকিস্তান। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।