মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তিনি মনে করেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে তিনি এ মন্তব্য করেন। চীনা প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফোরামে চীনা ভাষায় সি বলেন, ‘চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন পুরোপুরি সম্পর্কচ্ছেদ করবে—এ কথা কল্পনা করা কঠিন। আমরা এতে আগ্রহী নই। আমাদের মার্কিন সহযোগীরা এতে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমার বন্ধু। আমি বিশ্বাস করি, তিনিও এতে আগ্রহী নন।’
এর আগে অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বেস্ট ফ্রেন্ড’ (সবচেয়ে ভালো বন্ধু) আখ্যা দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিন দিনের সফরে মস্কো গেছেন চিন পিং। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যযুদ্ধের আবহের মধ্যেই রাশিয়া সফর করছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট গত বুধবার মস্কো পৌঁছান। এই সফরে চীন ও রাশিয়ার মধ্যে বেশ কিছু বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। এ ছাড়া মস্কোর চিড়িয়াখানায় দুটি পান্ডা উপহার দিয়েছে চীন।
মস্কোয় পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে অংশ নেন সি চিন পিং। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁর। চিন পিং বলেন, ‘গত ছয় বছরে আমরা প্রায় ৩০ বারের মতো সাক্ষাৎ করেছি। দেশ হিসেবে রাশিয়াতে সবচেয়ে বেশি সফর করেছি আমি এবং প্রেসিডেন্ট পুতিন আমার সবচেয়ে ভালো বন্ধু ও সহকর্মী।’
একই কথা বলেন পুতিনও। তিনি বলেন, রুশ-চীন সম্পর্ক এখন অভাবিত মাত্রায় পৌঁছেছে। এটি একটি বৈশ্বিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক।