সিরিয়ার প্রেসিডেন্ট বাশার–আল–আসাদকে ২০১৭ সালেই হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের বাধার মুখে তা আর সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ কথা বলেছেন। গত মঙ্গলবার সকালের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে (আসাদ) শেষ করে দিতে চেয়েছিলাম। একেবারে। কিন্তু ম্যাটিস তা করতে চাননি। ম্যাটিস মাত্রাতিরিক্ত উঁচু দরের জেনারেল। আমি তাঁর মতের বাইরে যাইনি।’
গতকাল আসাদকে হত্যা পরিকল্পনার বিষয়ে ট্রাম্প যে কথা বললেন, সেই বিষয়টি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট–এর সাংবাদিক বব উডওয়ার্ডের ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস বইয়ে উঠে এসেছিল। ২০১৮ সালে বইটি প্রকাশিত হয়। তবে ওই বছরের ৫ সেপ্টেম্বর ওভাল অফিসে সাংবাদিকদের কাছে বেমালুম অস্বীকার করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমি মনে মনেও এমনটা ভাবিনি।’
গতকাল ম্যাটিস সম্পর্কেও ট্রাম্পের নেতিবাচক মন্তব্য উঠে এসেছে। ট্রাম্প যখন তাঁকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন, তখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ম্যাটিস সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘মহান মানুষ।’ ২০১৮ সালের শেষ দিকে ম্যাটিস পদত্যাগ করেন।