বিচিত্র

সন্তানের খুশির জন্য বাবার কাণ্ড

নিজের বানানো কাঠের ট্যাংকে সন্তানসহ ঘুরে বেড়াচ্ছেন তুরং ভেন দাও
ছবি : সংগৃহীত

সন্তানের শখ কিংবা ইচ্ছাপূরণে মা-বাবা কী না করেন। তবে ভিয়েতনামিজ এক বাবার কাণ্ড বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। তিন বছরের ছেলেকে খুশি করতে ওই বাবা পুরোনো একটি বাসকে আমূল বদলে ফেলেছেন। তিনি কাঠের তৈরি আস্ত একটি ট্যাংক বানিয়েছেন। সেই ট্যাংকে চড়ে বাবা-ছেলে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন। অনলাইনে বাবা-ছেলের এই কাণ্ড শোরগোল ফেলেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বাঞ্চলের বাক নিহ এলাকার বাসিন্দা তুরং ভেন দাও। পেশায় তিনি কাঠমিস্ত্রি। তাঁর সংগ্রহে পুরোনো একটি ১৬ আসনের বাস ছিল। সেটাকেই তিনি আস্ত একটি ট্যাংকের রূপ দিয়েছেন।

ট্যাংকের ওপর ২ দশমিক ৮ মিটার লম্বা একটি খেলনা ব্যারেলও লাগিয়েছেন। পুরোনো বাসটিকে কাঠের তৈরি ট্যাংকে রূপ দিতে ৩১ বছর বয়সী তুরংয়ের খরচ হয়েছে ১১ হাজার ডলার। সময় লেগেছে তিন মাস।

কাণ্ডটি তুরং ঘটিয়েছেন তাঁর তিন বছর বয়সী ছেলের খুশির জন্য। সংবাদমাধ্যমকে তিনি জানান, এটা যুদ্ধাস্ত্র নয়। আমরা এখন মজা করার জন্য এই ট্যাংকে চড়ে ঘুরে বেড়াই। তুরং জানান, কাঠের ট্যাংকটি বানাতে গিয়ে পুরোনো বাসটির ইঞ্জিন ও মেঝে অপরিবর্তিত রাখা হয়েছে। বদলে ফেলা হয়েছে এর উপরিভাগের নকশা ও গিয়ার। তিনি ও তাঁর দুজন সহকর্মী মিলে তিন মাসে পুরো কাজ সম্পন্ন করেছেন। কাঠের তৈরি ট্যাংকটি এখন ভিয়েতনামের সড়কে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে ছুটছে।

তুরং ভেন দাওয়ের বিচিত্র এ ট্যাংকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ব্যস্ত সড়কে ছুটে চলেছে বিশেষ ওই ট্যাংক। এর ওপর সন্তান নিয়ে বসে রয়েছেন তুরং। বাবা-ছেলে মজা করছেন। সন্তানকে খুশি করতে বাবার এমন কাণ্ডের প্রশংসা করেছেন অনেকেই।