শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ রোববার নতুন করে আরেকটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে আজ সকালে দেশটিতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫৬ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, দক্ষিণ কলম্বোর দেহিওয়ালা এলাকার একটি হোটেলে নতুন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আজ দেশটিতে এটি সপ্তম বিস্ফোরণের ঘটনা।
দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জন বিদেশি।
আক্রান্ত তিনটি গির্জা হচ্ছে কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। এ ছাড়া হোটেল তিনটি হলো কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি।