শ্রীলঙ্কার বিরোধী নেতা প্রেসিডেন্ট পদে লড়তে চান

শ্রীলঙ্কার প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা
ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বলেছেন, গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে চান।

সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাঁর এই আগ্রহের কথা বিবিসিকে জানিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন পেতে সাজিথ প্রেমাদাসার দল এসজেবি ইতিমধ্যে মিত্রদের সঙ্গে আলোচনা করেছে। এই আলোচনার পরই সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান।

গোতাবায়া রাজাপক্ষে ঘোষণা দিয়েছেন, তিনি চলতি সপ্তাহেই পদত্যাগ করার পরিকল্পনা করছেন।

দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, আইনপ্রণেতারা ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

সাজিথ প্রেমাদাসা বিবিসিকে বলেছেন, তাঁর দল ও মিত্ররা এ বিষয়ে একমত হয়েছে যে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষিত হলে সে পদে তাঁর মনোনয়ন জমা দেওয়া উচিত।

২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরেছিলেন সাজিথ প্রেমাদাসা। এখন প্রেসিডেন্ট পদ শূন্য হলে তাঁকে সেই পদে জয়ী হতে হলে শাসক জোটের এমপিদের সমর্থন দরকার পড়বে।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে বিভ্রান্ত, অনিশ্চিত ও পুরোপুরি নৈরাজ্যকর হিসেবে বর্ণনা করেছেন সাজিথ প্রেমাদাসা। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন ঐকমত্য, আলোচনা ও সমঝোতা।

শ্রীলঙ্কা একটি অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তাঁরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছেন।

গত শনিবার বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। এর আগেই বাসভবন থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। বিক্ষোভকারীরা পরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনেও অবস্থান নেন।

শনিবার রাতে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে তাঁকে জানিয়েছেন। ১৫ জুলাই পার্লামেন্টের অধিবেশন বসবে। এর পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে পার্লামেন্ট।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট গোতাবায়াকে গতকাল সোমবার দেশটির বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে নেওয়া হয়। এদিন রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাতে যান বলে গুঞ্জন উঠেছে।