হোন্ডা ৩০০-৩৫০ সিসি ইঞ্জিনের নতুন বাইক বাজারে আনল
রয়্যাল এনফিল্ডের বাজার ধরতেই নতুন বাইক আনল হোন্ডা
দুই থেকে আড়াই লাখ রুপি দাম নতুন হোন্ডা হাইনেস বাইকের
কোভিড-১৯–এর কারণে অনেক দিন ধরে মোটরসাইকেলের বিক্রিবাট্টা বন্ধ। কিন্তু আবার নতুন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ভারতের মানুষ। এরই মধ্যে বিলাসী মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলি ডেভিডশন ভারত ছাড়ার ঘোষণা দিয়েছে। অভিজাত রয়্যাল এনফিল্ডও নতুন বাইক বাজারে আনছে। এরই মধ্যে হোন্ডা কোম্পানি নতুন বাইক বাজারে ছাড়ার ঘোষণা দিল।
ভারতের বাজারে মোটরসাইকেলের চাহিদা অনেক। দেশটির তরুণ ও যুবকেরা অভিজাত ও বিলাসবহুল মোটরসাইকেলের বেশ ভক্ত। তাই নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা ও চলতি বাজারকে ধরতে নতুন নতুন ফিচারের মোটরবাইক বাজারে ছাড়ে। সেই বাজার ধরতেই নতুন বাইক আনল হোন্ডা।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বাজারে হোন্ডা হাইনেস ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
মোটরবাইকটির আদল অনেকটাই রয়্যাল এনফিল্ডের মতো। তবে আরও স্মার্ট আর সুন্দর বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। হোন্ডার নতুন বাইকের সামনের দিকটা উঁচু, গোল হেডলাইট, সঙ্গে রয়েছে এলইডি ইউনিট। ফুয়েল ট্যাঙ্কটি বাঁকানো। আর হোন্ডার নতুন বাইকটি সিঙ্গেল সিটের। তবে চাইলে অতিরিক্ত সিট বা অ্যাডিশনাল সিট লাগিয়ে সঙ্গীকে পেছনে বসাতে পারবেন চালক।
৩০০-৩৫০ সিসি ইঞ্জিনের হোন্ডা বাইকের সব ফিচার্স এখনো প্রকাশ্যে আনেনি হোন্ডা কোম্পানি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, সম্ভবত হাইনেস কিনতে গুনতে হবে আড়াই লাখের বেশি রুপি।
বুলেটপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড বরাবরই অন্য রকম আবেদনের জায়গা। ভারী গাড়ি, আকর্ষণীয় লুক যাঁদের পছন্দ, তাঁদের কাছে রয়্যাল এনফিল্ড সব সময়ই এক নম্বর পছন্দের জায়গা। এ বার সেই এনফিল্ডের জনপ্রিয়তায় ভাগ বসাতে বাজারে আনা হলো হোন্ডার নতুন মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ডের বুলেট ৩৫০, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০, জাভা এবং বেনেল্লি ইম্পেরিয়াল ৪০০-এর প্রতিন্দ্বন্দ্বী হতে পারে হোন্ডা হাইনেস বলে মনে করছে বাজারবিশ্লেষকেরা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে