রাশিয়া সীমান্তের কাছে পূর্ব ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ইউক্রেনের জন্য বিপদের কারণ হয়েছে। এ কারণে দেশটিতে হামলা চালিয়েছে রাশিয়া। ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশল ন্যাটোর ওই নীতির মতো বিপজ্জনক, এমনটাই মনে করছে চীন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং গতকাল শনিবার এমন মন্তব্য করেছেন। খবর রয়টার্স ও এনডিটিভির।
বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে অংশ নিয়ে লি ইউচেং বলেন, ন্যাটো ইউরোপকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল। শেষ পর্যন্ত ইউরোপের নিরাপত্তাহীনতার কারণ হয়েছে। সীমান্তে ন্যাটোর সম্প্রসারণের ভীতি থেকেই গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে।
পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের প্রচেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ ‘আরও আপত্তিকর হয়ে উঠছে’ বলে মন্তব্য করেন লি ইউচেং। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। নিষেধাজ্ঞা সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলে।
ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি নিয়ে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে লি ইউচেং বলেন, ‘এমন সম্প্রসারণের কৌশল এ অঞ্চলের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমরা যদি এমন লাগামহীন কৌশল বাস্তবায়নের সুযোগ দিই, তবে অকল্পনীয় পরিণতি দেখতে হতে পারে। এ কৌশল এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেবে।’
‘এশিয়ার দেশ হিসেবে আমাদের ভাগ্য নিজেদের হাতে রাখতে হবে। স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। এর মধ্য দিয়ে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐক্য ধরে রাখতে হবে’, এমনটাই মন্তব্য করেন লি ইউচেং।
চীনা উপপররাষ্ট্রমন্ত্রীর গতকালের বক্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বক্তব্যে লি ইউচেং আরও বলেন, ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি ও কৌশল বেইজিংয়ের নজরে রয়েছে। বিশেষত ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা জোট কোয়াড গঠন ও এর হুমকি নজরে রাখছে চীন। এ জোটকে ‘এশিয়ান ন্যাটো’ বলে থাকে বেইজিং।
এর আগে চলতি মাসের শুরুর দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, চীনকে দমানোর জন্য একটি এশিয়ান ন্যাটো গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ওয়াশিংটন। ওই সময় তিনি অভিযোগ করে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জোট করার আসল উদ্দেশ্য ন্যাটোর ভারত–প্রশান্ত মহাসাগরীয় সংস্করণ গড়ে তোলা।