‘ভালোবাসাই জিতবে।’ নিজের ভোট দিয়ে দৃঢ়ভাবে কথাগুলো বলেছেন ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী।
সাত ধাপের লোকসভা ভোটে আজ রোববার ষষ্ঠ দফার ভোট। আজ নয়াদিল্লি আসনে নিজের ভোট দেন রাহুল। তারপর নিজের অনুভূতি জানান। রাহুলের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা ছিল, ছিল আত্মপ্রত্যয়ও। সোনিয়া-তনয় বলেন, ‘এবারের লড়াইটা দারুণ হয়েছে। নরেন্দ্র মোদি ঘৃণা ছড়িয়েছেন, আর আমি বলেছি ভালোবাসার কথা। আমার মনে হয় ভালোবাসাই জিতবে।’
আজ ভারতের সাত রাজ্যের ৫৯টি লোকসভার আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রাজধানী দিল্লির সাতটি আসন আছে। সেখানে আজ ১ কোট ৪৩ লাখ ভোটার ভোট দেবেন। বিজেপি আশা করছে, সব কটি তারা পাবে।
তবে এ নির্বাচনে কংগ্রেস শক্ত লড়াই করবে বলে রাহুলের আশাবাদ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল। জনরায় যা–ই হোক, তা মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি আজ। রাহুল বলেন, ‘জনগণ আমাদের প্রকৃত মালিক। জনরায় যা হবে, তা মেনে নেব।’
রাহুল আরও বলেন, ‘নানা বিষয় এবারের নির্বাচনের প্রচারে ছিল। বেকারত্ব, কৃষির বিপর্যয়, নোটবন্দী, রাফাল। আর প্রচারে মোদি ছড়িয়েছেন ঘৃণা।’
নিরাপত্তার কড়াকড়ি উপেক্ষা করে রাহুল আজ নিজ বাসভবন থেকে হেঁটে ভোট দিতে যান।