মাহাথির ও তামিমি সেরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘ম্যান অব দ্য ইয়ার-২০১৮’ নির্বাচিত হয়েছেন। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘ম্যান অব দ্য ইয়ার-২০১৮’ নির্বাচিত হয়েছেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘ম্যান অব দ্য ইয়ার-২০১৮’ নির্বাচিত হয়েছেন। ‘উইমেন অব দ্য ইয়ার’ হয়েছেন ইসরায়েলি সেনাদের গালে চড় মেরে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের এ তালিকার বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমসের খবরে এ কথা বলা হয়েছে।

‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগানিজের নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তালিকায় আরও আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রমুখ।

এ বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতানের জয়ে বড় ভূমিকা রাখায় মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাহাথির মোহাম্মদ। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন করেছে বলেছেন, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়।

‘উইমেন অব দ্য ইয়ার’ হয়েছেন ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি। ছবি: সংগৃহীত

২০০৯ সাল থেকে প্রতি বছর ম্যাগাজিনটি এ তালিকা করে আসছে। ম্যাগাজিনটি মাহাথির মোহাম্মদকে ‘লাখে একজন’ মানুষ বলে মন্তব্য করেছে।

উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ইসরায়েলি দুই সেনার গালে চড় মেরে ফিলিস্তিনে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমি। ১৭ বছর বয়সী এই কিশোরী ফিলিস্তিনের তরুণ প্রজন্মের বিদ্রোহের প্রতীক। তাদের অধিকার ও স্বাধীনতার ওপর ইসরায়েলের হস্তক্ষেপের প্রতিবাদ জানানোর অপরাধে আট মাস জেল খেটেছে। গত ডিসেম্বরে ইসরায়েলি সেনারা বাড়ি থেকে তামিমির ভাইকে ধরে নিতে এলে সে তাদের বাধা দেয়। একপর্যায়ে এক সেনাকে চড় মারে তামিমি। এ জন্য তাকে সে সময় গ্রেপ্তার করা হয়। এ বছরের মার্চে বিচার শেষে তামিমিকে আট মাসের কারাদণ্ড দেন ইসরায়েলি আদালত। জুলাই মাসের শেষ নাগাদ তাঁকে মুক্তি দেওয়া হয়।