ব্যাংককে দূতাবাসে নারীদের বাথরুমে স্পাই ক্যাম

ব্যাংককে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস
ছবি: এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের বাথরুমে স্পাই ক্যাম পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ক্যানবেরার এক কর্মকর্তা গতকাল শনিবার বলেছেন, মিশনে নারীদের বাথরুমে একাধিক স্পাই ক্যামেরা পাওয়ার ঘটনায় ব্যাংককের অস্ট্রেলিয়া দূতাবাসের সাবেক এক কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর নিশ্চিত করেছে যে রয়্যাল থাই পুলিশ গত মাসে স্থানীয় এক সাবেক দূতাবাসকর্মীকে গ্রেপ্তার করেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, দূতাবাসের সব কর্মীর কল্যাণ ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাকে তাঁরা অগ্রাধিকার দেন। তাই তাঁরা এসব বিষয়ে যথাযথ সহায়তা প্রদান করে চলছেন। এ ঘটনার ব্যাপারে চলমান আইনগত বিষয়ে ওই মুখপাত্র কোনো মন্তব্য করতে চাননি।

রয়্যাল থাই পুলিশের পররাষ্ট্রবিষয়ক বিভাগের কমান্ডার খেমারিন হাসিরি বলেন, ঘটনার বিষয়ে অস্ট্রেলিয়া দূতাবাস ৬ জানুয়ারি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে থাই পুলিশ।

এবিসি অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দূতাবাসের বাথরুমের মেঝেতে ক্যামেরার এসডি কার্ড পাওয়া যায়। মূলত তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ক্যামেরাগুলো কত দিন বা কতটা সময় বাথরুমে ছিল, তা স্পষ্ট নয়।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিবিষয়ক এক বিশেষজ্ঞ এএফপিকে বলেছেন, এ ঘটনা একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘনেরই প্রতিফলন।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক হিউ হোয়াইট বলেন, যদি একটি সুরক্ষিত এলাকার মধ্যে ক্যামেরার মতো ডিভাইস স্থাপন করার সুযোগ তৈরি হয়, তার অর্থ সেখানকার নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট শিথিল ছিল। বিষয়টি ইঙ্গিত করে যে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা দূতাবাসকে সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট নয়।