বিক্ষোভকারীদের পক্ষে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা

গোতাবায়া রাজাপক্ষে
ফাইল ছবি

জনরোষের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আজ শনিবার বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন। এক অভূতপূর্ব বিক্ষোভের ফলে ভবন ছাড়তে বাধ্য হন তিনি। চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দ্বীপদেশটির সাবেক ক্রিকেটাররা এসব বিক্ষোভকারীকে সমর্থন জানিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শ্রীলঙ্কার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া টুইট করেছেন, ‘আমার সারা জীবনে এভাবে পুরো দেশকে একজন ব্যর্থ নেতাকে হটানোর একটি নির্দিষ্ট লক্ষ্যে এক হতে দেখিনি। সরকারি বাসভবনের করুণ পরিণতিই আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছে। শান্তিপূর্ণ পথে বিদায় হোন। গোতা আজই চলে যান।’

সরকারবিরোধী তুমুল বিক্ষোভে গতকাল শুক্রবার উত্তাল ছিল কলম্বো। দেশটির হাজারো ছাত্র–জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন। আজ শনিবারও বড় বিক্ষোভ হওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছিলেন। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করে শ্রীলঙ্কা সরকার। তবে সব বাধা পার করে হাজার হাজার বিক্ষোভকারী আজ প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েন।

এই বিক্ষোভ এবং এর ফলে গোতাবায়ার পলায়নকে বিজয় হিসেবে দেখছেন জয়াসুরিয়া। টুইটারে লিখেছেন, ‘আমি সব সময় শ্রীলঙ্কার মানুষের সঙ্গে আছি। তাদের এ বিজয় উদ্‌যাপন করব শিগগিরই। কোনো নিয়ম লঙ্ঘন না করে এই বিক্ষোভ অব্যাহত থাকুক।’

জয়াসুরিয়া চান, প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করুন। তিনি টুইট করেছেন, ‘অবরোধ শেষ হয়েছে। দুর্গের পতন হয়েছে। মানুষের ক্ষমতার জয় হয়েছে। এখনই পদত্যাগ করে সম্মানজনকভাবে বিদায় নিন।’

শুধু জয়াসুরিয়া নন, শ্রীলঙ্কার আরেক সাবেক ক্রিকেটার কুমার সাঙ্কাকারাও মানুষের এই বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। টুইটারে বিক্ষোভের একটি ভিডিও তুলে ধরে তিনি লিখেছেন, ‘এটাই আমাদের ভবিষ্যৎ।’