ফিলিপাইনে ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার ঝড়টি আঘাত হানে। স্থানীয়ভাবে ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘উসমান’। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে মৃতের সংখ্যা বাড়ার তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বে পাহাড়ি এলাকা বিকলে। সেখানে ৫৭ জন মারা গেছে। সামার দ্বীপে ১১ জন মারা গেছে। বেশির ভাগই মারা গেছে পানির তোড়ে ভেসে এবং ভূমিধসে।
মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করে বিকল সিভিল ডিফেন্সের পরিচালক ক্লাউদিও ইউকট বলেন, এখনো অনেক স্থানে উদ্ধারকাজ শেষ হয়নি। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে।
সিভিল ডিফেন্স কার্যালয় জানিয়েছে, এখনো ১৭ জন নিখোঁজ রয়েছে। ঝড়ের কারণে ৪০ হাজারের বেশি মানুষ এলাকাছাড়া হয়েছে।
প্রতিবছর গড়ে ২০টি টাইফুন ও ঝড় ফিলিপাইনে আঘাত হানে। সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনে ২০১৩ সালে ৭ হাজার ৩৬০ জনেরও বেশি মানুষ মারা যায়।