পুতিনের দুই মেয়েসহ ৩৯৮ রুশ নাগরিকের ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জাপান। স্থানীয় সময় আজ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ৩৯৮ জন রুশ নাগরিককে নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর জাপান টাইমসের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে বিভিন্ন দেশ। জাপানও সে তালিকায় যোগ দেয়। কয়েক দফায় নিষেধাজ্ঞা ঘোষণা করে তারা। এর আওতায় বেশ কয়েকজন রুশ নাগরিক, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সাত বেসরকারি ব্যাংক এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত শুক্রবার রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করে জাপান। আর আজ আবারও নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিল দেশটি।

আজ জাপানের মন্ত্রিসভা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করে। এর আওতায় পুতিনের দুই মেয়ে এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের স্ত্রীসহ ৩৯৮ জন রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হবে।

গত মার্চে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছিলেন, নিষেধাজ্ঞা নিয়ে জি-সেভেনভুক্ত অন্য দেশগুলো যে পদক্ষেপ নেবে, তার সঙ্গে সংগতি রেখে চলবে টোকিও। জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জি সেভেনের সঙ্গে সংগতি রেখেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি নিয়েছে জাপান।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিক মানুষকে হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

এদিন রাশিয়া থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ারও ঘোষণা দেয় জাপান।