সম্ভাব্য নারী উত্তরসূরি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন দালাই লামা। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিব্বতের আধ্যাত্মিক নেতা বলেছিলেন, ভবিষ্যতে কোনো নারী দালাই লামা হতে চাইলে তাঁকে ‘আকর্ষণীয়’ হতে হবে।
দালাই লামার ওই মন্তব্য নিয়ে এখন তাঁর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। মন্তব্যের জন্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, রসিকতা করে ওই মন্তব্য করেছিলেন তিনি।
বিবৃতিতে বলা হয়, তাঁর মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
চলতি সপ্তাহে দালাই লামা ৮৪ বছরে পা দিয়েছেন। গত মাসে বিবিসিকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শরণার্থী সংকট, তিব্বতে ফেরার ব্যাপারে স্বপ্নসহ নানা বিষয় উঠে আসে। এই সাক্ষাৎকারে একজন নারীর দালাই লামা হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তাঁর করা একটি মন্তব্য সমালোচনার জন্ম দেয়।
সাক্ষাৎকারে বর্তমান দালাই লামা হাসতে হাসতে ইংরেজিতে বলেন, ‘যদি কোনো নারী দালাই লামা হয়ে আসেন, তাঁকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।’
দালাই লামার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই রসিকতা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় তিনি দুঃখিত।