নতুন আইফোন নিয়ে মালালার মজা

এই ছবি টুইটারে পোস্ট করেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ছবি: মালালার টুইটার অ্যাকাউন্ট থেকে
এই ছবি টুইটারে পোস্ট করেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ছবি: মালালার টুইটার অ্যাকাউন্ট থেকে

নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল। তবে নতুন আইফোন নিয়ে আগের মতো উন্মাদনার পরিবর্তে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গবিদ্রূপের ঝড় বইছে; বিশেষ করে তিন ক্যামেরা যুক্ত ১১ প্রো ও প্রো ম্যাক্স মডেলের আইফোন নিয়ে। নানান কিছুর সঙ্গে তুলনা করে ব্যঙ্গাত্মক সব ছবি পোস্ট করছেন লোকজন। আর এই হাস্যরসে আরও রস যুক্ত করলেন পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি আইফোন উন্মোচনের দিন তাঁর পরিহিত পোশাকের নকশার সঙ্গে তিন ক্যামেরার মিল খুঁজে পেয়ে ছবি পোস্ট করেন। বলা বাহুল্য, সেই ছবি এখন ভাইরাল। খবর এনডিটিভি অনলাইনের।

গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১, ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। নতুনত্ব হিসেবে অ্যাপল এবার আইফোনের ক্যামেরাকে বেশি প্রাধান্য দিয়েছে। আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে পেছনের তিনটি ক্যামেরার প্রতিটিই ১২ মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল, অন্যটি টেলিফোটো ক্যামেরা।

যেদিন নতুন আইফোন উন্মোচন করা হয়, সেদিন কাকতালীয়ভাবে ২২ বছরের মালালা ইউসুফজাইয়ের পোশাকের নকশার সঙ্গে মিলে যায়। ওই দিন তিনি গাঢ় নীল রঙের কাচ বসানো এমব্রয়ডারি করা পোশাক পরেছিলেন। আইফোনের তিন ক্যামেরার সঙ্গে তাঁর পোশাকের তিন কাচ বসানোর নকশার মিল রয়েছে। সেই ছবিটি তুলে টুইটারে পোস্ট করে মালালা কৌতুক করে লেখেন, ‘এটা কি শুধুই কাকতালীয় যে অ্যাপল আইফোন ১১ উন্মোচন হওয়ার একই দিনে আমি এই পোশাক পরেছি!’

নারকেলের সঙ্গে নতুন আইফোনের মিল দেখিয়ে ছবি পোস্ট করেছেন একজন। ছবি: টুইটার

ছবিটি পোস্ট করার ১০ ঘণ্টার মধ্যে ওই টুইটে সাত হাজারের বেশি লাইক পড়ে এবং হাস্যকর অনেক মন্তব্য আসতে থাকে।

এ রকম হাস্যকর আরও অনেক ছবি লোকজন পোস্ট করেছেন নতুন আইফোন নিয়ে।

একজন ছবিটি পোস্ট করে লিখেছেন ‘আমার বাজেট বনাম আমার আকাঙ্ক্ষা’। ছবি: টুইটার

বাজার বিশ্লেষকেরা পূর্বাভাস দিচ্ছেন, ক্রেতার মন জয় করতে না পারলে টানা দ্বিতীয় বছরের মতো স্মার্টফোনের বাজারে ভুগতে হবে অ্যাপলকে। আইফোন বিক্রি টানা দ্বিতীয় বছরের মতো কমবে। স্মার্টফোন বাজারে বর্তমানে স্যামসাং ও হুয়াওয়ের পরের অবস্থানে রয়েছে অ্যাপল। তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে চীনা স্মার্টফোন নির্মাতা কয়েকটি ব্র্যান্ড। তবে অ্যাপল এবার ক্রেতা টানতে স্মার্টফোনের দাম কিছুটা কম রেখেছে। আইফোন ১১-এর দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার থেকে। ১১ প্রোর দাম ৯৯৯ মার্কিন ডলার। আইফোন ১১ প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ৯৯ ডলারে।

নতুন আইফোনকে ব্যঙ্গ করে এই ছবিটি পোস্ট করেন একজন। ছবি: টুইটার