জাপানে ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে নিহত ২

ঘূর্ণিঝড়ের কারণে জাপানে এক হাজারেরও বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড়ের কারণে জাপানে এক হাজারেরও বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। ছবি: রয়টার্স

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে দুজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাত আটটার দিকে জাপানের পশ্চিমাঞ্চলের ওসাকা শহরে ঘূর্ণিঝড় ট্রামি আঘাত হানে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ২১৬ কিলোমিটার।

বিবিসির খবরে জানা যায়, ঘূর্ণিঝড়ের আঘাতে জাপানে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির অনেক ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। সাড়ে সাত লাখেরও বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাস্তাঘাটে মানুষের চলাচলও কম। ছবি: এএফপি

ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। জাপানের পশ্চিমাঞ্চলে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার এক মাসেরও কম সময়ের মধ্যে এই ঘূর্ণিঝড় আঘাত করল। গত সেপ্টেম্বর মাসের শুরুতে ঘূর্ণিঝড় জেবির আঘাত ও বন্যায় দেশটিতে কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটে।