ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার এসব হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজা থেকে হামাসের ছোড়া রকেটের জবাবে এই হামলা চালানো হয়েছে। খবর এএফপির
ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। সেগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রুখে দেওয়া হয়েছে। জবাবে গাজায় হামাসের চারটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে হামাসের তিনটি সামরিক স্থাপনা রয়েছে। এ ছাড়া আরেকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র উৎপাদন কারখানা ছিল বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
এর আগে গতকাল শুক্রবার দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে তাদের একজন কমান্ডার ছিলেন বলে জানিয়েছে হামাস। ওই ঘটনার পরই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনে অভিযানের সময় ইসরায়েলের সেনারা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালান। ওই গাড়িতেই হতাহত ব্যক্তিরা ছিলেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, অভিযানের সময় তাদের সেনাদের ওপরই উল্টো গুলি চালানো হয়েছিল।
ফিলিস্তিনের গাজায় ২৩ লাখ মানুষের বসবাস। ২০০৭ সাল থেকে উপত্যকাটি অবরোধ করে রেখেছে ইসরায়েল। এর আগে গত এপ্রিলে হামাসের রকেট হামলার জবাবে গাজায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।