চলতি সপ্তাহে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করা হয়। খবর এএফপির।
উত্তর কোরিয়া এক মাসে রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং–উন।
উত্তর কোরিয়া চলতি মাসে ছয় দফায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।
উত্তর কোরিয়ার এক মাসে ছয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দ্বিতীয় ঘটনা এটি। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব উপেক্ষা করে কিম জং–উন যে তাঁর দেশের সামরিক ক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় অগ্রসর হচ্ছেন, এটা তারই অংশ।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, গত মঙ্গলবার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। পূর্ব সাগর, অর্থাৎ জাপান সাগর অভিমুখে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
কেসিএনএ আরও জানায়, মঙ্গলবারের পর গতকাল বৃহস্পতিবার দুটি ট্যাকটিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়।
বৃহস্পতিবার ও মঙ্গলবারের আগে গত ৫, ১১, ১৪ ও ১৭ জানুয়ারি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর মধ্যে ৫ ও ১১ জানুয়ারি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, ১৪ ও ১৭ জানুয়ারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানায় দেশটি।
দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে উত্তর কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং–উন। আজ এ-সংক্রান্ত ছবি প্রকাশ করেছে কেসিএনএ। এতে দেখা যায়, কালো রঙের চামড়ার জ্যাকেট পরে অন্যান্য সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি অস্ত্রাগার পরিদর্শন করছেন কিম জং উন।
সিউলের এওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক লিফ-এরিক ইজলি বলছেন, উত্তর কোরিয়া সীমিত সম্পদ ও গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও আক্রমণাত্মক অস্ত্রের বৈচিত্র্যপূর্ণ বিকাশ ঘটিয়ে চলছে। উত্তর কোরিয়ার কিছু পরীক্ষার লক্ষ্য নতুন সক্ষমতা গড়ে তোলা; বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়ানো।