পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ আফগানিস্তান সফর করছেন। তিনি কাবুলে পৌঁছেছেন বলে শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আইএসআইয়ের প্রধানই প্রথম কাবুলে গেলেন। তাঁর সঙ্গে পাকিস্তানের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা রয়েছেন বলে আল-জাজিরা জানিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, শনিবার ফাইজ হামিদ কাবুল পৌঁছালে অনলাইনে সমালোচনামুখর হয়েছেন অনেক আফগান। পাকিস্তান ও আইএসআইয়ের বিরুদ্ধে তালেবানকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছেন অনেকে।
পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালামের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে গেছেন আইএসআইয়ের প্রধান।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে দুই দশক পালিয়ে থাকা তালেবান নেতৃত্ব এত দিন পাকিস্তানেই ঘাঁটি বানিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি যোগাযোগ রয়েছে বলে বলা হয়ে থাকে।
পাকিস্তান সরকার তালেবানকে সামরিক সহায়তা দিয়ে আসছে বলে আফগানিস্তানের বিগত সরকার ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। যদিও তা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।
সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনেও তালেবান নেতাদের একটি বড় অংশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় অবস্থানের কথা জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদা ও আইএসআইএল-কের প্রায় সব বিদেশি সদস্যই পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে।