কাবুল বিমানবন্দরসহ বিভিন্ন অংশে গোলাগুলির খবর পাওয়া গেছে। রয়টার্স ও বিবিসির খবর।
বিবিসির খবরে বলা হয়, কাবুল বিমানবন্দরে গোলাগুলির পরপরই মার্কিন দূতাবাস নিরাপত্তা সতকর্তা জারি করে। দূতাবাস থেকে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নিরাপত্তা সতকর্তায় বলা হয়, ‘কাবুলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুতই পাল্টে যাচ্ছে।’ যেসব মার্কিন নাগরিক কাবুল ছাড়তে চান তাদের অনলাইনে নিরন্ধন করতে বলা হয়েছে।
এদিকে রয়টার্সের খবরে বলা হয কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। কাবুলের একটি হাসপাতাল টুইট করে এ তথ্য জানায়। তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর এ ঘটনা ঘটে।
টুইটে আরও বলা হয়, হাসপাতালে আসা লোকজনের বেশির ভাগই কারাবাগ এলাকায় সংঘর্ষে আহত। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায় কাবুলের বিভিন্ন অংশে গোলাগুলি হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। পাশাপাশি রাজধানীতে ঢুকতেও শুরু করেছে তারা। এ পরিস্থিতিতে ধ্বংসযজ্ঞ এড়াতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ আলোচনা শুরু হয় তালেবান ও গনি সরকারের মধ্যে। তবে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন।