সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। দেশটির প্রতিষ্ঠাতা নেতা নুরসুলতান নাজারবায়েভের তিন দশকের শাসনের পর রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে বর্তমান নেতা কাসিম-জোমার্ট তোকায়েভ গতকাল রোববার এই গণভোটের আয়োজন করেন।
আল-জাজিরার খবরে বলা হয়, তোকায়েভের নেতৃত্বে নতুন কাজাখস্তান গড়ার উদ্যোগ হিসেবে সংবিধান পরিবর্তন করা হচ্ছে। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণসহ পার্লামেন্টে বিভিন্ন গোষ্ঠীর বৃহত্তর প্রতিনিধিত্বের সুযোগ ও প্রেসিডেন্টের স্বজনের সরকারি পদ দখল ঠেকানো যাবে।
গণভোটের ফলে ১৯৯৫ সালে গৃহীত বর্তমান সংবিধানের এক-তৃতীয়াংশ সংশোধন করা হবে। এতে নাজারবায়েভের সমর্থন ছাড়াই দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে তোকায়েভের। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গণভোটের ফলাফল পাওয়া যায়নি।