আফগানিস্তানের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ শুক্রবার জুমার নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে। দেশটির কান্দাহার শহরের বিবি ফাতিমা শিয়া মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের জানালার কাঁচ ভেঙে গেছে। বিস্ফোরণে হতাহত অনেককে মসজিদের মেঝেতে শুয়ে কাতরাতে দেখা গেছে। অনেকেই তাঁদের সাহায্যে এগিয়ে আসেন।
বিবিসির তথ্যমতে, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা। আহত ব্যক্তিদের স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের একজন চিকিৎসক।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের একটি শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক হতাহত হয়। পরে আইএস–কে এ হামলার দায় স্বীকার করে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়ার পর সেটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।