কাবুলের উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের গোপন আস্তানায় অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তালেবান সদস্যরা।
তালেবানের এক মুখপাত্র বলেছেন, গত শুক্রবার আইএসের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।
গত আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে তালেবান সদস্যদের লক্ষ্য করে হামলা জোরদার করেছেন আইএস সদস্যরা। তালেবান ও আইএস পরস্পরকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে।
আগস্টেই কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৬৯ আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হন। এ হামলার দায় স্বীকার করে আইএস।
তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বলেন, আফগানিস্তানের পারওয়ান প্রদেশের চারিকার শহরে তালেবান সদস্যরা অভিযান চালান। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
এদিকে, নেদারল্যান্ডসে থাকা ১০ আফগান দোভাষীদের আদালতে তলব করেছে তালেবান। তাঁদের চরম শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তালেবান। গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনওএসের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনওএস জানিয়েছে, ডেকে পাঠানো দোভাষীরা আত্মগোপনে রয়েছেন। তালেবান চিঠিতে বলেছে, আদালতে হাজির না হতে পারলে তাঁদের পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হবেন। তালেবান আরও বলেছে, ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে তাঁদের চরম শাস্তির মুখোমুখি করা হবে।’