মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি
মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি

আফ্রিকায় আরেকটি ধাক্কা খেল ফ্রান্স

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ইতি টেনেছে মধ্য আফ্রিকার দেশ চাদ।

গতকাল বৃহস্পতিবার চাদ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই পদক্ষেপের ফলে চাদ থেকে ফরাসি সেনাদের চলে যেতে হতে পারে।

অঞ্চলটিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের একটি গুরুত্বপূর্ণ মিত্র চাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার ছয় দশকের বেশি সময় পেরিয়ে গেছে। চাদ এখন পূর্ণরূপে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে চায়।

২০১৯ সালের সংশোধিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সমাপ্তির সিদ্ধান্ত চাদের কৌশলগত অংশীদারত্বকে নতুন করে সংজ্ঞায়নের সুযোগ তৈরি করে দেবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।

চাদ অতীতে পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীকে নিবিড়ভাবে সহযোগিতা করে এসেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রাশিয়ার ঘনিষ্ঠ হয়েছে।

চাদ সরকারের সিদ্ধান্তকে পশ্চিম ও মধ্য আফ্রিকায় ফ্রান্সের ঐতিহাসিক ও ঔপনিবেশিক ভূমিকার কফিনে আরেকটি পেরেক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মালি, নাইজার ও বুরকিনা ফাসোয় সামরিক অভ্যুত্থানের পর আফ্রিকার এই দেশগুলো থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয় ফ্রান্স। এখন ফরাসি সেনাদের চাদও ত্যাগ করতে হতে পারে।

বর্তমানে চাদে প্রায় এক হাজার ফরাসি সেনা আছেন। এ ছাড়া দেশটিতে ফরাসি যুদ্ধবিমানও মোতায়েন আছে।

চাদ সরকারের সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।