নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী রয়েছেন। প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা গতকাল বুধবার তাঁকে আটকে রাখেন। নিরাপত্তা সূত্রগুলো এ কথা জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ‘ইকোয়াস’ বলেছে, সামরিক অভ্যুত্থান চেষ্টার খবরে তারা উদ্বিগ্ন। বাজোমকে মুক্তি দিতে ষড়যন্ত্রকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় জড়িত ‘বিশ্বাসঘাতক’ সেনাদের অবিলম্বে এ কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।
এদিকে প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, যদি বোধোদয় না হয়, তাহলে গার্ড সদস্যদের ওপর হামলা চালাতে প্রস্তুত আছে জাতীয় সেনাবাহিনী।
প্রেসিডেন্ট গার্ড প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশপথ বন্ধ এবং বাজোমকে ভেতরে অবরুদ্ধ করে রেখেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে এ বিবৃতি দেওয়া হয়। এ ঘটনায় ২০২০ সালের পর পশ্চিম আফ্রিকায় ষষ্ঠ সামরিক অভ্যুত্থানের শঙ্কা তৈরি হয়েছে।
পরে প্রেসিডেন্ট কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ও তাঁর পরিবার ভালো আছেন।’ তবে এতে বিস্তারিত কিছু বলা হয়নি। যদিও কারা এ সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণ করছে, এমন সংশয়ের মধ্যে পরে এ বিবৃতি মুছে দেওয়া হয়।