গ্যাবন সরকারকে কিছু বিদেশি সহায়তা দেওয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। গত মাসে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গ্যাবনে ক্ষমতায় আসে সরকার। এরপর এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।
গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এসব কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, গ্যাবনে সেনাবাহিনীর সদস্যদের অসাংবিধানিক হস্তক্ষেপের বিষয়টি মূল্যায়ন না করা পর্যন্ত দেশটিতে মার্কিন সহায়তা বন্ধ থাকবে। ইকোনমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস এবং আফ্রিকান ইউনিয়নের পদক্ষেপের সঙ্গে সংগতি রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্য গ্যাবনে মার্কিন নাগরিকদের সহযোগিতার উদ্দেশ্যে সেখানে কূটনৈতিক, কনস্যুলার কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম চলবে।
গত ২৭ আগস্ট গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত ওই নির্বাচনে ৩০ আগস্ট প্রেসিডেন্ট আলী বঙ্গোকে পুনরায় বিজয়ী ঘোষণা করা হয়। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অভ্যুত্থান ঘটিয়ে দেশটির রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০০৯ সাল থেকে গ্যাবনের শাসনক্ষমতায় ছিলেন বঙ্গো।
গ্যাবনের নতুন সেনা সরকার দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ নির্বাচন হতে পারে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি তারা।