আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সদস্যের মিছিল। জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে। ২৫ মে, ২০২৪
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সদস্যের মিছিল। জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে। ২৫ মে, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় ৩০ বছরে সবচেয়ে কম ভোট পেল এএনসি

দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনে ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। এবার দলটি মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে। ফলে জোট সরকারে যেতে হবে এই দলকে।

বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে নেলসন ম্যান্ডেলার দল এএনসি। প্রেসিডেন্ট হন ম্যান্ডেলা।

তার পর থেকে গত ৩০ বছর ধরে দলটি দেশ শাসন করে যাচ্ছে। যদিও প্রতিবারই এএনসির ভোট কমছে।

নেতাদের ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়া, দেশে বেকারত্ব ও দুর্নীতি বেড়ে যাওয়াসহ নানা কারণে গত কয়েক বছর এএনসির প্রতি জনগণের আস্থা অনেক কমে গেছে। এ বছর ভোটের আগে জনমত জরিপগুলোতে তার আভাস ছিল স্পষ্ট। সব জরিপেই এএনসি একক দল হিসেবে ভোট বেশি পেলেও তাদের ক্ষমতা ভাগাভাগি করতে হবে বলে ধারণা প্রকাশ করা হয়।

এত দিন জনপ্রিয়তা কমলেও ৫০ শতাংশের ওপর ভোট পাওয়ার কারণে এককভাবেই সরকার গঠন করে আসছিল দলটি। গত বছর এএনসি ৫৮ শতাংশ ভোট পেয়েছিল।

এবার তারা ৫০ শতাংশ ভোট পাবে না এমন আভাস ছিল। কিন্তু গত বুধবারের ভোটের ফলাফল সেই প্রত্যাশার চেয়েও খারাপ হয়েছে।

বিশ্লেষকেরা বলেছিলেন, এবার হয়তো এএনসি ৪৫ শতাংশের আশপাশে ভোট পাবে।গত ৩০ বছর ধরে এএনসিকে ভোট দিলেও এবার মধ্যডানপন্থি দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (ডিএ) ভোট দিয়েছেন এক নারী। তাঁর নাম না জানিয়ে বিবিসি তাঁর বক্তব্য প্রকাশ করেছে। এই নারী বলেন, ‘ভোটের এই ফলাফল ভালো হয়নি। আমি চেয়েছিলাম এই সরকার ক্ষমতা থেকে চলে যাক। আমাদের অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।’

দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশন রোববার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ছয়টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পরে।