মালিতে সেনাঘাঁটি ও নৌযানে হামলায় নিহত ৬৪

মালির মানচিত্র
ছবি: এএফপি

মালির উত্তরাঞ্চলে গত বৃহস্পতিবার একটি সেনাঘাঁটি ও নাইজার নদীতে যাত্রীবাহী নৌযানে হামলায় ৬৪ জন নিহত হয়েছেন। মালির সরকারি এক কর্মকর্তা বলেছেন, জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

মালি সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মালির টিমবুকতো শহরের কাছে নাইজার নদীতে ভেসে চলা নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়। আর উত্তরাঞ্চল গাওয়ের বাম্বা শহরের সেনাঘাঁটি লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়। সরকারি বিবৃতি বলছে, এ হামলায় ৪৯ জন বেসামরিক নাগরিক ও ১৫ সেনা নিহত হয়েছেন।

তবে পৃথক এসব হামলায় আলাদাভাবে কতজন নিহত হয়েছেন, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলায় জড়িত থাকার দাবি করেছে।

এর আগে মালির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, সশস্ত্র সন্ত্রাসী দল নৌযানে হামলা চালিয়েছে।

নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠান কোমানাভ বলেছে, তিনটি রকেট হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নৌযানটি নদীতে থেমে যায়। সেনাবাহিনী যাত্রীদের সরিয়ে নেয়।