কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো

বিক্ষোভের জেরে মন্ত্রিসভা ভেঙে দিলেন প্রেসিডেন্ট

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। দেশব্যাপী বিক্ষোভের মুখে তিনি এ পদক্ষেপ নেন। এ পরিস্থিতি দুই বছরের শাসনামলের মধ্যে তাঁকে সবচেয়ে বড় সংকটের মুখে ফেলেছে।

নতুন করে করারোপের সিদ্ধান্তের প্রতিবাদে গত মাসে তরুণেরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করেছিলেন। তবে একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। ঘটে পার্লামেন্টে হামলার ঘটনাও। গত মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৩৯ জন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রুটো নতুন কর প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে রুটো বলেছেন, চলমান পরিস্থিতি সামাল দিতে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি পক্ষগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আলোচনা করবেন। এর মধ্য দিয়ে তিনি জাতীয় ঐক্যের সরকারের মতো সব পক্ষের অংশগ্রহণের একটি সরকার গঠন করবেন।