সেনেগালের পার্লামেন্টের বাইরে বিক্ষোভের উদ্দেশ্যে একদল মানুষ জড়ো হতে চেষ্টা করলে তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে দাঙ্গা পুলিশ। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে জড়ো হচ্ছিলেন।
২৫ ফেব্রুয়ারি সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। গত শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মাকাই সল। এর আগে কখনো দেশটির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়নি।
এ নিয়ে পার্লামেন্টে একটি বিলের ওপর বিতর্ক করতে প্রস্তুত আইনপ্রণেতারা। সেই বিলে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ ও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত মাকাই সলের মেয়াদ বহাল রাখার কথা বলা হয়েছে।
যত দ্রুত সম্ভব নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণের জন্য আঞ্চলিক নেতা ও পশ্চিমা সরকারগুলোর আহ্বানে একটি কোরাসে যোগ দিয়েছে দ্য আফ্রিকান ইউনিয়ন।
রয়টার্সের সাংবাদিকেরা বলেন, প্রায় ১০০ মানুষ বিক্ষোভ করার জন্য সেখানে জড়ো হচ্ছিলেন। দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এমনকি অনেককে গ্রেপ্তারও করে।
নির্বাচন স্থগিত নিয়ে গতকাল রোববারও ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার উদ্বেগ তৈরি হয়েছে। বলা হচ্ছে, মাকাই হয়তো তৃতীয় মেয়াদে লড়বেন এবং অভিযুক্ত বিরোধী নেতা উসমানে সোনকোকে রাজনীতির মাঠ থেকে বাইরে রাখবেন।
গত জানুয়ারিতে সেনেগালের সাংবিধানিক পরিষদ নির্বাচনী তালিকা থেকে কয়েক বিশিষ্ট প্রতিদ্বন্দ্বীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রেসিডেন্ট মাকাই সল বলেন, প্রার্থী তালিকা নিয়ে বিরোধ এবং তালিকা প্রস্তুতকারী সাংবিধানিক সংস্থার মধ্যে দুর্নীতির অভিযোগের কারণে নির্বাচনে বিলম্ব করছেন।
তবে কিছু বিরোধী দল ও নাগরিক সমাজের সংগঠনগুলো একে ‘ইনস্টিটিউশনাল ক্যু’ হিসেবে আখ্যা দিয়েছে। একটি বিরোধী জোট ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাবে।
গতকাল রোববার রাজধানী ডাকারে বিক্ষোভ হলে সেখানে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এবং ধরপাকড় চালায়। তাদের মধ্যে অন্তত দুজন নারী প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে এবং লাইসেন্সও বাতিল করেছে।