দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারাকক্ষের চাবির নিলাম স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মার্কিন নিলামকারী প্রতিষ্ঠান গুয়েরনসে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। ২৮ জানুয়ারি নিউইয়র্কে এই নিলাম হওয়ার কথা ছিল।
ম্যান্ডেলা তাঁর ২৭ বছরের কারাজীবনের ১৮ বছরই কাটিয়েছেন রোবেন দ্বীপের কারাগারে। তাঁর সেই কারাকক্ষের চাবি নিলামে তোলার সমালোচনা করেছিল দক্ষিণ আফ্রিকার সরকার। দেশটির সরকারের মতে, ম্যান্ডেলার কারাকক্ষের এই চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ, এই চাবি কারও ব্যক্তিগত সম্পদ নয়।
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নাথি মথেথওয়া জানান, তাঁদের সরকারের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে এই নিলামের আয়োজন করা হয়েছে। ম্যান্ডেলার কারাগারের এই চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ, এ চাবি কারও ব্যক্তিগত সম্পদ নয়।
এর আগে চাবিটি নিলামের জন্য দেন ক্রিস্টো ব্র্যান্ড নামের এক ব্যক্তি। তিনি ওই কারাগারের প্রহরী ছিলেন। শুধু তা-ই নয়, ওই কারাগারে থাকায় ম্যান্ডেলার বন্ধুও হয়ে উঠেছিলেন ক্রিস্টো।
যুক্তরাষ্ট্রের নিলামকারী গুয়েরনসে প্রতিষ্ঠান একটি বিশেষ কাজের জন্য এই চাবির নিলাম করতে চেয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ম্যান্ডেলাকে যেখানে সমাহিত করা হয়েছে, সেখানে একটি জাদুঘর গড়ে তোলা হবে। সেই সঙ্গে একটি মেমোরিয়াল গার্ডেনও করা হবে।