দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ভবনের পার্শ্ববর্তী একটি উন্মুক্ত স্থান থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছ উপড়ে ফেলেছে পুলিশ। এ সময় গাঁজা চাষে জড়িত আদিবাসী সম্প্রদায় ‘খোইসান’–এর নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আদিবাসী গোষ্ঠীটির কেউ কেউ তিন বছর ধরে অস্থায়ী শিবির তৈরি করে সেখানে বসবাস করছে। খবর এএফপির।
আদিবাসীদের নেতা নিজেকে ‘কিং খোইসান’ বলে দাবি করেন। পুলিশ গাঁজা গাছগুলো উপড়ে নিয়ে যাওয়ার সময় তিনি গাছগুলো আঁকড়ে ধরার চেষ্টা করেন। এ সময় তিনি বলতে থাকেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণভাবে এসেছি, এগুলো নিতে দেবো না।’ এরপর ‘কিং খোইসান’–কে গ্রেপ্তার করে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, গাঁজা নিয়ে কাজ করার জন্য ‘কিং খোইসান’ এবং তাঁর কয়েকজন সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ গাঁজার চাষাবাদ এবং জনসমক্ষে মাস্ক না পরার অভিযোগ আনা হয়েছে।
মাতৃভাষার স্বীকৃতির দাবিতে ২০১৮ সাল থেকে আন্দোলন করে যাচ্ছে ‘খোইসান’ আদিবাসী সম্প্রদায়ের লোকজন। এরপর প্রিটোরিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছেই একটি খোলা জায়গায় তাঁরা শিবির স্থাপন করে। যার পাশেই রয়েছে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার একটি বড় ভাস্কর্য।
এদিকে দক্ষিণ আফ্রিকার আইওএল নিউজ সাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘কিং খোইসান’–এর স্ত্রী সিনথিয়া। তিনি বলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
২০১৮ সালের এক আইনে দক্ষিণ আফ্রিকায় ব্যক্তিগত জায়গায় গাঁজা চাষ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।