তানজানিয়ায় মোটরসাইকেলকে পাশ কাটানোর সময় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২২

প্রতীকী ছবি
ছবি: বিবিসির সৌজন্যে

তানজানিয়ার পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৮ জন। স্থানীয় সময় গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে হতাহত মানুষের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। খবর আল–জাজিরার।

মোরোগোরো অঞ্চলের পুলিশপ্রধান বলেন, দার-এস সালাম বন্দর থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মেলালা কিবাওনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দার-এস সালাম বন্দর থেকে কঙ্গোগামী ট্রাকটির চালক সড়কের নির্ধারিত লেন থেকে সরে একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আর তখনই বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর বায়া থেকে ছেড়ে এসেছিল। এর গন্তব্য ছিল উপকূলীয় শহর তানগা।

এ ঘটনায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে শোক প্রকাশ করেছেন। সড়কপথে চলাচলের ক্ষেত্রে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার দার-এস সালাম যাওয়ার পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুন্দুমার কাছে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়।

২০১৭ সালের মে মাসে তানজানিয়ায় এক বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়। এর মধ্যে ৩২ জন স্কুলশিক্ষার্থী। এরও দুই বছর আগে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হয়।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ২০০৬ সালে। তখন উত্তরাঞ্চলীয় আরুশা শহরের কাছের একটি সড়কে বাস দুর্ঘটনায় ৫৪ জন নিহত হয়। ২৬টি আসনের ওই বাসে ৭৪ জন যাত্রী বহন করা হচ্ছিল।