এবার থানায় হামলা চালিয়ে নিয়ে গেছে বন্দীদের

বন্দুকধারীরা হামলা চালানোর পর আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি গাড়ি পুড়ে যায়।
ছবি: এএফপি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে হামলা চালিয়ে বন্দীদের নিয়ে পালিয়ে যাওয়ার একদিন পর একই কায়দায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সেখান থেকে আটক অনেককে নিয়ে যায় তারা। পুলিশ স্টেশনটি ইমো রাজ্যের এহিম মাবানো শহরে।

পুলিশের মুখপাত্র অরল্যান্ডো ইকেউকো বলেন, সোমবার বন্দুকধারীরা হামলা চালানোর পর আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি গাড়ি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তিনি এএফপিকে নিশ্চিত করেননি।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, হামলাকারী বন্দুকধারীরা বেশ কয়েকজন আটক ব্যক্তিকে মুক্ত করে নিয়ে গেছে।

দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, দুর্বৃত্তদের ধরতে যৌথ অভিযান চালানো হবে।
গতকাল দেশটির ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো কারাগারটি পরিদর্শন করেন। তিনি বলেন, যারাই এ সহিংস ঘটনা ঘটাচ্ছে, তারা কেউই এই দেশের ও অঞ্চলের প্রগতিশীল মনমানসিকতার মানুষ নয়। যারাই এই অঞ্চলের উন্নয়ন ও শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের সবাই মিলে ঠেকাতে হবে।

কয়েদিদের তালিকার খাতা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দিন দিন হামলার ঘটনা বাড়ছে। এর জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রাকে (আইপিওবি) দায়ী করা হয়। এ সংগঠন আদিবাসী ইগবো সম্প্রদায়ের স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

গত সোমবার ইমো রাজ্যের রাজধানী ওউয়েরিতে কারাগারে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় ১ হাজার ৮৪৪ বন্দী পালিয়ে যায়।