ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ইউক্রেনে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না বলে জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এই খবর জানিয়েছে।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, ‘রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো জোট সম্প্রসারণের চেষ্টা হলে সেখানে ছোট নয় বরং বর ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে— ন্যাটো তাদেরই নেতা ও কর্মীদের এমন সতর্কবার্তা আমলে নিলে ইউক্রেনে এই যুদ্ধ এড়ানো যেত।’
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আরও বলেন, ‘এমন কিছু মানুষ আছেন যারা আমাদের চাপ দিয়ে বলছেন, রাশিয়ার বিরুদ্ধে আমাদের বৈরী অবস্থান নেওয়া উচিত। তবে এর পরিবর্তে আমরা বরং এমন অবস্থান নিতে চলেছি যাতে সংলাপ হওয়া উচিত। চিল্লাচিল্লি কিংবা গলাবাজি করে এই সংঘাতের কোনো অবসান ঘটবে না।’
তবে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বলপ্রয়োগ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে প্রশ্রয় দিতে পারে না দক্ষিণ আফ্রিকা।’
রামাফোসা আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর কথা হয়েছে। পুতিন তাঁকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার কথা হয়নি জানিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কির সঙ্গেও তিনি কথা বলতে চান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ শাসনের অবসানের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তখন থেকে দলটি দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন। সিরিল রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নেরও বেশ ভালো সম্পর্ক ছিল।