বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে মহাত্মা গান্ধী দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন। অহিংস আন্দোলনের জন্য তাঁর খ্যাতি বিশ্বজোড়া। ব্রিটিশদের ভারত থেকে বিদায় করতে ১৯৪২ সালের এ দিনে ‘ভারত ছাড় আন্দোলন’ শুরু করেন মহাত্মা গান্ধী। এরপর টানা আন্দোলন-সংগ্রামের পর ১৯৪৭ সালে ভারত থেকে বিদায় নেয় ব্রিটিশরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানের বিভিন্ন শহর-বন্দরে মার্কিন বাহিনী হামলা চালাচ্ছে। ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে আণবিক বোমার হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই বোমার কোড নাম ছিল ‘ফ্যাট ম্যান’। এর তিন দিন আগে ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে প্রথমবারের মতো আণবিক বোমা ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী। হিরোশিমা-নাগাসাকির তেজস্ক্রিয়তায় লাখো মানুষের মুত্যু হয়। ওই সময় যাঁরা প্রাণে বেঁচে যান, তাঁদেরও প্রজন্মান্তরে আণবিক তেজস্ক্রিয়তার সঙ্গে লড়তে হয়।
মার্কিন কৃষ্ণাঙ্গ দৌড়বিদ জেসি ওয়েনস অনন্য এক কীর্তি গড়েছিলেন। ১৯৩৬ সালের এ দিনে তিনি বার্লিন অলিম্পিকে চতুর্থ সোনা জেতেন। এটি ছিল ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে। এর আগে ওই অলিম্পিকে তিনি ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং লম্বা লাফে (লং জাম্প) সোনা জেতেন। এর মধ্য দিয়ে মার্কিন এই খেলোয়াড় জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মনোভাবে বড় ধাক্কা দিয়েছিলেন।
বয়নের জগতে স্মরণীয় হয়ে আছেন মার্কিন উদ্যোক্তা লেভি স্ট্রাস ও দর্জি জ্যাকব ডেভিস। তাঁরাই তৈরি করেন ডেনিম জিনস। ১৮৭২ সালের এ দিনে ডেনিম জিনসে তৈরি প্যান্টের পেটেন্ট আবেদন করেন তাঁরা। তাঁদের উদ্ভাবিত প্যান্ট মোটা সুতির সুতায় বানানো হয়েছিল। তাঁরা এর নাম দেন ডেনিম। পরবর্তী সময়ে এই জিন্স বিশ্বব্যাপী আলোড়ন তোলে।