বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
নেলসন ম্যান্ডেলা-বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার মানুষের কাছে তিনি ‘মাদিবা’ নামে পরিচিত। তিনি আফ্রিকার আশা ও ঐক্যের প্রতীক। ১৯৬২ সালে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে। দীর্ঘ ২৭ বছর তাঁকে কারাগারে বন্দী থাকতে হয়। এর মধ্যে ১৮ বছরই কাটাতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে। এরপর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত হন ম্যান্ডেলা। বর্ণবাদের অবসানে তিনি দেশের প্রেসিডেন্টের দায়িত্বও নেন।
ইতালির রাজধানী রোম। তার মাঝে ছোট্ট এক দেশ ভ্যাটিকান সিটি। রোমের কোলজুড়ে থাকা স্থলবেষ্টিত ভ্যাটিকানকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ বলা হয়। ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ থাকেন এখানে। তাই এই সম্প্রদায়ের কাছে ভ্যাটিকান পবিত্র জায়গা। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি লাতেরান চুক্তি সই হয়। এই চুক্তির মধ্য দিয়ে পৃথক দেশ হিসেবে যাত্রা করে ভ্যাটিকান সিটি।
মিসরের প্রেসিডেন্ট ছিলেন হোসনি মোবারক। তিন দশক দেশ শাসন করেছিলেন তিনি। আরব বসন্তের প্রেক্ষাপটে তিন দশক ধরে ক্ষমতায় থাকা হোসনি মোবারক ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর দ্বারা ক্ষমতাচ্যুত হন। পরে তাঁর বিচার হয়। ২০২০ সালে মারা যান এই নেতা।
জাপানি ঐতিহ্যে বলা আছে, প্রথম জাপানি সম্রাট জিম্মু দেশটি প্রতিষ্ঠা করেছিলেন। খ্রিষ্টপূর্ব ৬৬০ অব্দের আজকের দিনে আনুষ্ঠানিকভাবে জাপান প্রতিষ্ঠা করেছিলেন এ সম্রাট। বর্তমানে এই দিনে ‘জাতীয় প্রতিষ্ঠা দিবস’ পালন করে জাপানিরা। দিনটিতে জাপানে সরকারি ছুটি থাকে।