উড়োজাহাজ
উড়োজাহাজ

ইতিহাসের এই দিনে: টানা ৬৭ ঘণ্টায় বিশ্বভ্রমণ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

সময়টা ২০০৫ সালের ৩ মার্চ, মার্কিন বৈমানিক স্টিভ ফসেট অনন্য এক রেকর্ড গড়েন। উড়োজাহাজ নিয়ে বিশ্ব পাড়ি দেন তিনি। এ জন্য সময় নেন টানা ৬৭ ঘণ্টা। অবাক করা বিষয়, এ সময় একবারের জন্যও অবতরণ করেনি স্টিভের উড়োজাহাজ। অর্থাৎ, টানা উড়ে চলেছে। একটানা উড়োজাহাজ চালিয়ে বিশ্বভ্রমণ করা প্রথম ব্যক্তি তিনি।

সবচেয়ে বড় ভাইরাস আবিষ্কার

বিশ্বের সবচেয়ে বড় ভাইরাস আবিষ্কারের ঘোষণা আসে ২০১৪ সালের ৩ মার্চ। সাইবেরিয়ায় বরফের নিচে থাকা এ ভাইরাসটি প্রায় ৩০ হাজার বছরের পুরানো। বিজ্ঞানীরা এর নাম দেন পিথোভাইরাস সাইবেরিকাম।

সুন্দরবনের হরিণের দল

বিশ্ব বন্য প্রাণী দিবস

৩ মার্চ, বিশ্ব বন্য প্রাণী দিবস। ২০১৪ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। বিশ্বজুড়ে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে সচেতন করতেই এ দিবসের সূচনা।

সামিরা মুসার জন্মদিন

মিসরের প্রথম নারী পরমাণু বিজ্ঞানী সামিরা মুসা। পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে তিনি কাজ করেছেন। আজ এ বিজ্ঞানীর জন্মদিন। ১৯১৭ সালের ৩ মার্চ তাঁর জন্ম।