প্রথম গানের চ্যানেল এমটিভির সম্প্রচার শুরু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

এমটিভির লোগো

১৯৮১ সালের ১ আগস্ট, যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরু করে নতুন একটি টিভি চ্যানেল। চ্যানেলটির নাম মিউজিক টেলিভিশন বা এমটিভি। প্রথম গানভিত্তিক বা মিউজিক চ্যানেল এটা। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বে জনপ্রিয়তা পায় চ্যানেলটি।

শুরু হয় স্কাউটের প্রথম ক্যাম্প

ক্যাম্পে অংশ নিয়েছেন স্কাউটেরা

যুক্তরাজ্যের ব্রাউনসি দ্বীপে ১৯০৭ সালের ১ আগস্ট প্রথমবারের মতো বসেছিল স্কাউটের ক্যাম্প। দেশটির সেনা কর্মকর্তা রবার্ট ব্যাডেন পাওয়েল এই ক্যাম্প আয়োজন করেছিলেন। কীভাবে বাড়ির বাইরে রান্না করতে হয়, কীভাবে মানচিত্র চিনে নতুন নতুন এলাকায় পথ খুঁজে পেতে হয়—এমন নানা বিষয় ওই ক্যাম্পে অংশ নেওয়া শিশুদের শেখানো হয়েছিল। বিশ্বজুড়ে প্রতিবছর ১ আগস্ট ওয়ার্ল্ড স্কাউটস ডে হিসেবে উদ্‌যাপন করা হয়।

ব্রিটিশ সাম্রাজ্যে দাসত্বের অবসান

একসময় বিশ্বের বড় অংশজুড়ে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃত ছিল। আর এই সাম্রাজ্যে রমরমা ছিল দাস ব্যবসা। নানান বিতর্ক ও সমালোচনার পর আইন করে ঘৃণ্য এই ব্যবসা বন্ধ করা হয়। এ জন্য ১৮৩৩ সালে ‘দ্য স্লেভারি অ্যাবোলিশন অ্যাক্ট’ নামে একটি আইন হয়েছিল।

১৮৩৪ সালের এই দিনে আইনটি কার্যকর হয়। তবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলেও সেন্ট হেলেনা ও ভারতীয় উপমহাদেশ এই আইনের আওতাভুক্ত ছিল না।

জেসন মোমোয়ার জন্মদিন

জেসন মোমোয়া

‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনেতা জেসন মোমোয়ার জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে জন্ম নেন দশাসই চেহারার জেসন। টিভি সিরিজ দিয়ে পেশাজীবন শুরু তাঁর। পরে চলচ্চিত্রেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি।