ইতিহাসের এই দিনে: বিমানে ছিনতাইয়ের পর প্যারাসুটে করে ঝাঁপ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৪ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

প্যারাসুট
প্রতীকী ছবি: রয়টার্স

ঘটনাটি ১৯৭১ সালের ২৪ নভেম্বরের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আকাশে উড়ছিল একটি উড়োজাহাজ। হঠাৎ সেটায় ছিনতাই শুরু করেন এক ব্যক্তি। তিনি নিজেকে ড্যান কুপার নামে পরিচয় দেন। ওই সময় কুপার ব্যাগে ভরে নেন দুই লাখ ডলার। অদ্ভুত একটি ঘটনা ঘটে এরপর। মাঝ আকাশে উড়োজাহাজ থেকে টাকার ব্যাগসহ প্যারাসুটে করে ঝাঁপ দেন তিনি। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাঁর এ অন্তর্ধান আজও রহস্য হয়ে আছে।

ডারউইনের বই প্রকাশ

ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন। বিবর্তনবাদ নিয়ে ‘অন দ্য অরিজিন অব স্পাইসেস’ নামে বিখ্যাত একটি বই লিখেছেন তিনি। ১৮৫৯ সালের এ দিনে ডারউইনের এ বই প্রকাশিত হয়।

হালের জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস

বিটিএসের অনন্য কীর্তি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল বিটিএস। হালের পপ সংস্কৃতিতে নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এ দলের সদস্যরা। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বিটিএস। ২০২০ সালের এ দিনে গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায় বিটিএস। প্রথম পপ ব্যান্ডদল হিসেবে সম্মানজনক গ্র্যামিতে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ে বিটিএস। তাদের ‘ডায়নামিক’ গানটি ইউটিউবে এক দিনেই ১০০ মিলিয়ন বা ১০ কোটি বার দেখা হয়।

কলম্বিয়ায় শান্তি চুক্তি

২০১৬ সালের ২৪ নভেম্বর, কলম্বিয়াবাসীর জন্য সুখের একটি দিন। ওই দিন দেশটির সরকারের সঙ্গে বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী ফার্ক গেরিলাদের মধ্যে শান্তি চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ পাঁচ দশক চলা গৃহযুদ্ধের অবসান ঘটে।