ইতিহাসের এই দিনে: ইলেকট্রিক টোস্টার আবিষ্কার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৮ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইলেকট্রিক টোস্টার

সকালের নাশতায় অনেকেরই পছন্দ পাউরুটির টোস্ট। ঝটপট তৈরি করা যায় এটি। অবশ্য এ জন্য দরকার ইলেকট্রিক টোস্টারের। ১৯২১ সালের ১৮ অক্টোবর ইলেকট্রিক টোস্টারের পেটেন্ট নেন চার্লস পি স্টিইটি। তাঁর এ যন্ত্রে প্রথমবারের মতো পাউরুটির টুকরাকে দুই পাশ থেকে উত্তপ্ত করার সুবিধা যুক্ত ছিল। সেই সঙ্গে টোস্ট হওয়ার পর পাউরুটির টুকরা স্বয়ংক্রিয়ভাবে টোস্টার থেকে বেরিয়ে আসার ব্যবস্থা ছিল।

জাপান-পর্তুগালের নৌ যুদ্ধ

সময়টা ১৫৬৫ সালের ১৮ অক্টোবর। ফুকুদা উপসাগরে রক্তক্ষয়ী নৌ যুদ্ধে জড়িয়ে পড়ে জাপান ও পর্তুগাল। জাপানের জাহাজের সঙ্গে কোনো পশ্চিমা শক্তির প্রথম নৌ যুদ্ধে জড়ানোর ঘটনা এটি।

ফ্রিদা পিন্টোর জন্মদিন আজ

ভারতীয় অভিনেত্রী ফ্রিদা পিন্টো

ফ্রিদা পিন্টো, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী। হলিউড-বলিউডে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার’ দিয়ে সাড়া ফেলেছিলেন ফ্রিদা। আজ এ তারকার জন্মদিন। ১৯৮৪ সালের ১৮ অক্টোবর ফ্রিদার জন্ম।

ক্ষমতা নেন সম্রাট কিয়ানলং

চীনের কিং সাম্রাজ্যের পঞ্চম সম্রাট কিয়ানলং। ১৭৩৫ সালের এদিনে রাজ্যাভিষেক হয় তাঁর। কিয়ানলং টানা ৬০ বছর ক্ষমতায় ছিলেন। দীর্ঘ এ সময় সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিলেন তিনি।