আজ ৬ ডিসেম্বর, বুধবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
ফিলিস্তিনের পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্টে জড়িত বসতি স্থাপনাকারী ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৫ জনের প্রাণ গেছে। হামাসনিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিদ্যালয়ে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উচিত যুদ্ধের পর গাজাকে নিরস্ত্র করার প্রক্রিয়াটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। এ দায়িত্ব আন্তর্জাতিক বাহিনীকে দিতে রাজি নন তিনি।
গাজা উপত্যকা ‘মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে—এমন সতর্কতা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফিলিস্তিনে ইসরায়েলের দখল করা এলাকায় নিযুক্ত বিশ্ব সংস্থাটির প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন গতকাল এমন আশঙ্কার কথা জানিয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বুশরা বিবির বিয়ে নিয়ে করা মামলায় গতকাল ইসলামাবাদের একটি আদালতে খাওয়ার মানেকার বাড়ির কর্মচারী মোহাম্মদ লতিফ বলেছেন, খাওয়ার মানেকার সঙ্গে বুশরার বিচ্ছেদ হওয়ার আগে তাদের বাড়িতে ঘন ঘন আসতেন ইমরান। এ নিয়ে মানেকা-বুশরার মধ্যে ঝগড়াঝাটি হতো।
শীতের শুরুতেই জার্মানিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। হিমশীতল আবহাওয়া গোটা জার্মানিতে জেঁকে বসেছে। তবে দক্ষিণ জার্মানিতে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। তুষার ও বরফময় আবহাওয়া জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এমন আবহাওয়ায় ইতিমধ্যে দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।