ইতালির তুরিন শহরের কাছে বন ও পাহাড়ঘেরা ছোট্ট একটি গ্রাম ইংরিয়া। এখানকার বাসিন্দা ৪৬ জন। এ ছাড়া ২৬ জন দেশের বাইরে থেকে এখানকার নিবন্ধিত ভোটার। এ গ্রামটিতে ৮ ও ৯ জুন কাউন্সিল নির্বাচন। এ নির্বাচনে বিভিন্ন পদে লড়তে এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
গ্রামটিতে ২০০৯ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন ইগর দা স্যান্টিস (৪২)। গত মেয়াদে তিনি সহজেই অনেক ব্যবধানে ভোটে জিতেছিলেন। এবার চতুর্থবারের মতো নির্বাচন করতে গিয়ে তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। কারণ, তাঁর মা মিলেনা ক্রসাসো এখন বিরোধী শিবিরে যোগ দিয়েছেন। ওই শিবির থেকে বিরোধী দল হয়ে নির্বাচন করছেন ৭০ বছর বয়সী কাউন্সিলর রেনাতো পলেতো। মেয়র পদে স্টেফানো ভেনুতি নামে ইংরিয়ার আরেক বাসিন্দাও নির্বাচন করছেন। রেনাতো আবার কাউন্সিলর পদে ইগর দা স্যান্টিসের মাকে দাঁড় করিয়েছেন। তাঁর দলে অধিকাংশই নারী সদস্য। সব মিলিয়ে এ নির্বাচনে গ্রামের ৩০ জন বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।