ট্রাম্পের কানে গুলি, হানিয়া হত্যা, রাইসির বিমান বিধ্বস্তসহ বছরের সাড়া জাগানো ঘটনার ছবি

দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে যাচ্ছে। নির্বাচন, বিক্ষোভ আর যুদ্ধের বছর ছিল ২০২৪। এ বছর বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনা নিয়ে পাঠকদের জন্য আমাদের বিশেষ আয়োজন। ছবি এএফপি ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর আলোচিত নির্বাচনে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। এর আগে গুলিতে আহত হন তিনি।
যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর আলোচিত নির্বাচনে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। এর আগে গুলিতে আহত হন তিনি।
বছরজুড়ে গাজায় নির্বিচার হামলায় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।
হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় শোক।
লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ মে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মরদেহ উদ্ধারে তৎপরতা।
বছরের শুরুতে উত্তেজনা থাকলেও বছর শেষে ভারত ও মালদ্বীপের মধ্যে উষ্ণ সম্পর্ক দেখা যায়।
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে আলোচনায় আসেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ।
৮ ডিসেম্বর বাশার আল–আসাদের সরকারের পতনে সিরিয়ায় বিদ্রোহীদের উল্লাস।
ইউক্রেনে বছরজুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির ২০ শতাংশ দখল করে নিয়েছে মস্কো।
দক্ষিণ কোরিয়ায় ২৯ ডিসেম্বর জুজু এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত।