ইতিহাসের এই দিনে: জনসমক্ষে আসে ‘রোবটমানবী’ সোফিয়া

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

রোবট সোফিয়া

সোফিয়া—বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট। এটি দেখতে অনেকটাই মানুষের মতো। মানুষের মতোই অনেকটা অনুভূতিপরায়ণ সোফিয়া। রোবটবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মিশেলে উল্লেখযোগ্য এক সৃষ্টি এটি। ডেভিড হ্যানসন এ রোবটের স্রষ্টা। তাঁর হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিকস সোফিয়াকে তৈরি করে। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রের অস্টিনে সোফিয়াকে প্রথমবার মানুষের সামনে আনা হয়।

সিংহাসনে বসেন সম্রাট আকবর

মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর। তিনি ১৫৫৬ সালের ১৪ ফেব্রুয়ারি সিংহাসনে বসেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। পরের পাঁচ দশক প্রতাপশালী সম্রাট হিসেবে শাসনের কাজ চালিয়ে যান তিনি। ভারতীয় উপমহাদেশের বেশির ভাগ জায়গায় বিস্তৃতি ঘটান মোগল সম্রাজ্যের।

নেসেটের প্রথম অধিবেশন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনকক্ষ

ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। ১৯৪৯ সালের ১৪ ফেব্রুয়ারি জেরুজালেমে প্রথমবারের মতো নেসেটের অধিবেশন বসে।

আবিষ্কার হয় পেনিসিলিন

পেনিসিলিন—বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক। ১৯২৮ সালের ১৪ ফেব্রুয়ারি এটি আবিষ্কার হয়েছিল। পেনিসিলিনের আবিষ্কারক স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং।