চাঁদ ও মঙ্গলে অনুসন্ধান চালাবে শর্প রোবট। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সাপের আদলে এ রোবট বানিয়েছে। রোবটটির নির্মাতা একজন ভারতীয় প্রকৌশলী, যিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে কর্মরত।
রোবটটির নাম রাখা হয়েছে ইইএলএস (এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার)। এটির প্রকৌশলীর নাম রোহান ঠাকুর। তিনি ভারতের নাগপুরের বিশ্বেশ্বরায়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ভিএনআইটি) যন্ত্রপ্রকৌশলে পড়াশোনা করেছেন।
রোহান ঠাকুর এনডিটিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইইএলএস রোবটের নকশা করার পেছনে তাঁর মাথায় ভারতীয় অজগরের দেহকাঠামো অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
রোহান ঠাকুর বলেন, রোবটটি চাঁদ ও মঙ্গলের অনাবিষ্কৃত এলাকায় বিচরণের জন্য বানানো হয়েছে। এটি রুক্ষ ও ফাটা-ছেঁড়া ভূমি, গুহা, এমনকি পানির নিচেও চলতে পারবে। তিনি জানান, কৃত্রিম মঙ্গল গ্রহ ও হিমবাহে চালানো পরীক্ষায় এটি আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। এটি দুর্যোগপূর্ণ পরিবেশেও গবেষণা ও উদ্ধারকাজে ব্যবহার করা যাবে বলে জানান রোহান।