একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ৩০ নভেম্বর, বৃহস্পতিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মৃত্যুর খবর নিয়েও দিনভর মানুষের আগ্রহ ছিল। দিনের আলোচিত খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কানেটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি। বলা হয়, মার্কিন ইতিহাসে সবচেয়ে ‘কুখ্যাত’ যুদ্ধাপরাধী কিসিঞ্জার

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার

যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর সংবাদটি ‘হেনরি কিসিঞ্জার, আমেরিকার সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী, ১০০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামে করেছে হাফপোস্ট।

হেনরি কিসিঞ্জার

কিসিঞ্জারের মৃত্যুর পর তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল সংবাদ ওয়েবসাইট হাফপোস্টের এক প্রতিবেদনে ১৯৭১ সালে আর্চার ব্লাডকে কেন ঢাকা থেকে সরিয়ে নেন কিসিঞ্জার তা তুলে ধরা হয়েছে।

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী আহেদ তামিমি। ৩০ নভেম্বর

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক দিন বাড়ানো হয়েছে। আগের শর্তেই যুদ্ধবিরতি হয়েছে বলে আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছে কাতার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পাশাপাশি তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা পাঠানোর উপায় নিয়েও কথা বলবেন।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসা ব্যক্তিদের স্বাগত জানাতে জড়ো হন ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের রামাল্লায়

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠ দিন ছিল গতকাল বুধবার। এদিন রাতে আরও ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছেড়ে দিয়েছে ১০ ইসরায়েলি জিম্মিকে।

নওয়াজ শরিফ

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ খালাস পেয়েছেন। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দিয়েছেন। পাকিস্তানের সাধারণ নির্বাচন সামনে রেখে নওয়াজের দল পিএমএল-এনের জন্য এটিকে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

লুফথানসার ফ্লাইট

মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়া। অবস্থা এমন পর্যায়ে গেছে যে একটি উড়োজাহাজ গন্তব্যে পৌঁছানোর আগেই জরুরি অবতরণ করতে হয়েছে। ওই দুই যাত্রীর যন্ত্রণায় মিউনিখ থেকে ব্যাংককগামী লুফথানসার ওই ফ্লাইট গতকাল বুধবার দিল্লিতে জরুরি অবতরণ করাতে হয়।

শিখ আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন

শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্ত নামের এক ভারতীয়সহ এক পদস্থ সরকারি কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার তারা জানিয়েছে, এই বছরের জুনে নিখিলকে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছে। পান্নুন ভারত সরকারের নিষিদ্ধঘোষিত খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’(এসএফজে)-এর নেতা।